Home প্রচ্ছদ এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত

এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত

53

ডেস্ক রিপোর্ট: ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। একই সাথে দাখিল, এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে গণভবন থেকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদোবধনের পর পরই সকাল সাড়ে ১০টায় আন্ত:শিক্ষাবোর্ড নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে একযোগে ফল প্রকাশ করেছে।
উদ্বোধনের আগে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সার্ভিক পরিসংখ্যন তুলে দেন শিক্ষামন্ত্রী ড. দিপু মনি।এসময় উস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ।
এর পর ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যনগন নিজ নিজ বোর্ডের ফলাফল তুলে দেন।
শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইড থেকে ফলাফল জানতে পারবেন। এছাড়াও মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।
চলতি বছরের ৩০ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে ২৮ মে সমাপ্ত হয়।সাধারণত দুই মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। সেনুযায়ী আগামী ৩০ জুলাই দুই মাস পূর্ণ হবে।