Home জাতীয় সামাজিক সুরক্ষা কর্মসূচী নিয়ে যথাযথ প্রচারণার ঘাটতি রয়েছে

সামাজিক সুরক্ষা কর্মসূচী নিয়ে যথাযথ প্রচারণার ঘাটতি রয়েছে

87

মোংলা থেকে মো. নূর আলমঃ তৃণমূল পর্যায়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রকৃত কল্যাণে বিপদাপন্ন নাগরিকেরা সামাজিক সুরক্ষা কর্মসূচীর সুফল ভোগ করেন। অথচ এই কর্মসূচী সম্পর্কে তাদের তেমন কোন ধারণা নেই। এ বিষয়ে রাষ্ট্রীয়ভাবে যথাযথ প্রচারণার ঘাটতি রয়েছে। ফলে অধিকাংশ মানুষ সরকারের এ কর্মসূচী সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখেন না। সমন্বিতভাবে এই কর্মসূচী বাস্তবায়ন করা প্রয়োজন। সেই সাথে তৃণমূল পর্যায়ে এই কর্মসূচি বিষয়ে ব্যাপক প্রচারণার ব্যবস্থা করা প্রয়োজন। এতে আরো বেশী সংখ্যক নাগরিককে এই সুবিধার আওতায় আনা সম্ভব। ১৬ মে সোমবার সকালে মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর আয়োজিত লিয়াজোঁ সভায় বক্তারা একথা বলেন।

সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় রূপান্তর পরিচালিত ‘করোনা অতিমারিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ (ঝঈজঊঅগ) প্রকল্পের পক্ষ থেকে সোমবার মোংলা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে দিনভর এই লিয়াজোঁ সভাটি অনুষ্ঠিত হয়। সরকারের সামাজিক সুরক্ষা প্রদানকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, নারী ও নাগরিক নেতৃবৃন্দ এবং স্ক্রিম প্রকল্পের সুবিধাভোগীদের সাথে এ লিয়াজোঁ সভায় সভাপতিত্ব করেন রূপান্তর-এর কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাস। অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এ. আনোয়ার-উল কুদ্দুস, বিআরডিবি কর্মকর্তা সবুজ বৈরাগী, গণমাধ্যমকর্মী ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদ্যুৎ ম-ল, উপজেলা প্রাণী সম্পদ বিভাগের প্রতিনিধি মোঃ আমীর হামজা সেলিম। এতে আরও বক্তৃতা করেন ইউপি সদস্য রাবেয়া বেগম ও কোহিনুর বেগম, নাগরিক নেতা পিযুষ কান্তি মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রূপান্তর-এর তথ্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম।