Home জাতীয় গুচ্ছের ভর্তি পরীক্ষায় আবেদন-ফী বাতিলের দাবিতে সমাবেশ ও মিছিল

গুচ্ছের ভর্তি পরীক্ষায় আবেদন-ফী বাতিলের দাবিতে সমাবেশ ও মিছিল

43

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় গুচ্ছের ভর্তি আবেদন-ফী’র নামে অযৌক্তিক ফি আদায় বন্ধ ও ভর্তিপরীক্ষার ফলাফল মেধাক্রম আকারে প্রকাশ করার দাবিতে আজ ০৭ নভেম্বর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারাজেয় বাংলায় সমাবেশ অনুষ্ঠিত করে। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলকাদেরী জয়ের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শোভন রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজিব কান্তি রায়, নগর শাখার সাধারণ সম্পাদক অনিক কুমার দাস। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুখসানা আফরোজ আশা, ঢাকা নগর শাখার সভাপতি মুক্তা বাড়ৈ। সমাবেশ শেষে একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন ২০ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছের ভর্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিজ নিজ উদ্যোগে আবেদন-ফী ধার্যের মাধ্যমে ভর্তি করছে, এটা সম্পূর্ণ রূপে শিক্ষা ব্যাবসা। এদিকে মেধাক্রম আকারে ফলাফল প্রকাশ না করায় শিক্ষার্থীরা কে কোথায় পড়তে পারবে, কিংবা আদৌ চান্স পেয়েছে কিনা সে বিষয়ে অনিশ্চয়তায় রয়েছে। সেই অনিশ্চয়তার সুযোগ নিয়ে আবেদন-ফী’র নামে বিপুল অংশের শিক্ষার্থী কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিবে। এর ফলে যাদের টাকা দেয়ার সামর্থ্য আছে তারাই বেশি যায়গায় আবেদন করবে, ফলে চান্স পাওয়ার সুযোগ তাদেরই বেশি। এই সিদ্ধান্ত প্রমাণ করছে যে ‘টাকা যার শিক্ষা তার’ এই নীতিতে চলছে বিশ্ববিদ্যালয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশবিদ্যালয় গুচ্ছের এহেন নীতির নিন্দা জানাচ্ছে, অবিলম্বে আবেদন-ফী আদায় বন্ধের দাবি করছে, একই সাথে এরকম অপরিকল্পিত অগোছালো প্রক্রিয়ায় ভর্তি বন্ধ রেখে অবিলম্বে মেধাক্রমের আকারে ফলাফল প্রকাশ এবং মেধাক্রম ও শিক্ষার্থীদের চয়েস লিস্টের ভিত্তিতে ভর্তি নিশ্চিত করার আবেদন জানিয়েছে। বক্তারা আরও বলেন দ্রুত এই দাবি মেনে না নিলে ক্যাম্পাসে ক্যাম্পাসে কঠোর ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় গুচ্ছের অযৌক্তিক ফি আদায় প্রতিহত করা হবে।