Home জাতীয় গার্মেন্টস মালিকদের কাছে দেশবাসী জিম্মি হয়ে পরেছে

গার্মেন্টস মালিকদের কাছে দেশবাসী জিম্মি হয়ে পরেছে

47

ডেস্ক রিপোর্ট: বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি আবু হাসান টিপু আজ এক বিবৃতিতে বলেছেন ‘বেশীরভাগ শ্রমিকই তাদের কর্মস্থল বা প্রতিষ্ঠানের আশপাশে বসবাস করেন তাই পরিবহনের ব্যবস্থা করাটা সেই তুলনায় অত্যাবশ্যক নয়’ এই কুযুক্তির আড়ালে গার্মেন্টস মালিকরা তাদের দায় এড়ানোর অপচেষ্টা করছেন।

তিনি বলেছেন চলমান লকডাউনে গার্মেন্টস মালিকদের শ্রমিক পরিবহণে নিজস্ব ব্যবস্থা রাখার কথা থাকলেও ব্যাতিক্রম ছাড়া প্রায় শতভাগ মালিকই সেই কথা রাখতে ব্যর্থ হয়েছেন। ফলে নারায়ণগঞ্জ, ঢাকা, আশুলিয়া, গাজিপুরসহ সারাদেশেই পরিবহন সংকটে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার গার্মেন্টস শ্রমিককে। চাকরি বাঁচাতে পায়ে হেটে মাইলের পর মাইল পাড়ি দিয়ে কর্মস্থলে যেতে হয়েছে তাদের, কেউ কেউ আট-দশ গুণ ভাড়া দিয়েছেন রিকশায়। ফলে অনিবার্যভাবেই গার্মেন্টস শ্রমিকসহ দেশবাসীর বাড়ছে করোনা সংক্রামন ও মৃত্যুর ঝুকি। এমনকি দেশে করোনার সংক্রামণের প্রথম থেকেই গার্মেন্টসসমূহ খোলা থাকায় এযাবৎকালে সরকার ঘোষিত সাধারণ ছুটি-লকডাউন-কঠোর লকডাউন করোনা নিয়ন্ত্রনে বারবারই ব্যর্থ হয়েছে।