Home রাজনীতি কুয়াকাটায় যানজট নিরসনে সড়কে নেমে পড়েছে পৌর মেয়র

কুয়াকাটায় যানজট নিরসনে সড়কে নেমে পড়েছে পৌর মেয়র

31

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় যানজট নিরসনে সড়কে নেমে পড়েছে পৌর মেয়র। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেয়র মো.আনোয়ার হাওলাদারকে কুয়াকাটা সড়কে ট্রাফিকের ভূমিকা পালন করতে দেখা গেছে। এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। তার এমন কর্মকান্ডে খুশি আগত পর্যটকসহ সাধারণ মানুষ।
স্থানীয়রা জানান, পদ্মা সেতু চালু হওয়ার কারনে ঈদের তৃতীয় দিন মঙ্গলবার রেকর্ড সংখ্যক পর্যটকদের আগমন ঘটে। এসব পর্যটকরা প্রাইভেটকার, মাইক্রোবাস ও মটোরসাইকেল নিয়ে আসছেন। এর ফলে কুয়াকাটায় প্রায় ২ কিলোমিটার সড়ক জুড় তিব্র যানজটের সৃষ্টি হয়। পর্যটকরা তাদের গন্তব্যে পৌছাতে কিংবা সৈকতে যেতে বিড়াম্বনায় পরেন। তাই মঙ্গলবার সকালে যানজট নিরসনে পৌর মেয়র নিজেইে নেমে পরেছেন।
কুয়াকাটার পৌর মেয়র মো.আনোয়ার হাওলাদার বলেন, ঈদ পরবর্তীতে পর্যটকদের বাড়তি চাপ রয়েছে। আগত পর্যটকদের সেবার মান অক্ষুন্ন রাখতে পর্যটন সংশ্লিষ্ট সবাইকে পৌর সভার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বলে তিন সাংবাদিকদের জানিয়েছেন।