ডেস্ক রিপোর্ট: দেশটির সরকার জানায়, সন্ত্রাসীরা দেশটির উত্তরাঞ্চলের সলহান গ্রামে ১৩০ জন গ্রামবাসিকে হত্যা করে এবং গ্রামের ঘর-বাড়ি ও বাজার পুড়িয়ে দেয়।

এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ ঘটনার দায়ভার স্বীকার করেনি। কিন্তু ইসলামপন্থী দলগুলোর আক্রমণ এঅঞ্চলে একটু বেশি বলে ধারণা করা হয়।
অঞ্চলটির মুখপাত্র এন্থনিয় গুতেরেস এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং এধরনের সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াইয়ের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে গত শক্রবার দেশটির তাদারিয়াত অঞ্চলে ১৪ জনকে হত্যা করা হয় যা সলহান থেকে ১৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এছাড়াও গত মাসেও ৩০ জনকে হত্যা করে সন্ত্রাসীরা।

বুর্কিনা ফাসোর রাষ্ট্রপতি রচ ক্যাবরি জাতির উদ্দেশ্যে বলেন, আমাদের অবশ্যই একত্রিত হয়ে এসকল শত্রুগোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।-আমাদের সময়.কম