Home সারাদেশ কিশোরী গৃহকর্মী প্রীতি ওরাং-এর মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত ও বিচার দাবিতে...

কিশোরী গৃহকর্মী প্রীতি ওরাং-এর মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত ও বিচার দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

23

বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল : রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে কিশোরী গৃহকর্মী প্রীতি ওরাং-এর অস্বাভাবিক মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন করেছে ব্রেকিং দ্য সাইলেন্স ও মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৪) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনায় নাগরিক উদ্যোগ ও বিডিইআরএম-এর সহযোগিতায় যৌথভাবে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ব্রেকিং দ্য সাইলেন্স-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর পারভেজ কৈরি, কালিঘাটের ইউপি সদস্য নিতু রানী রায়, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের প্রধান নির্বাহী পরিমল সিংহ বাড়াইক, ব্রেকিং দ্য সাইলেন্স-এর প্রকল্প সমন্বয়কারী রুবাইয়াৎ ফেরদৌস, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের উপদেষ্টা দিলীপ কৈরি, বিডিআরএম-এর কুন্তি রবিদাস ও মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সিমা মুন্ডা প্রমুখ।

কিশোরী গৃহকর্মী প্রীতি ওরাং-এর অস্বাভাবিক মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে এ মানববন্ধনে এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হলে দেশে আর কোনো গৃহকর্মী হত্যার ঘটনা ঘটবে না বলেও উল্লেখ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “প্রীতির এই অস্বাভাবিক মৃত্যু আমরা মেনে নিতে পারি না, এই মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত সম্পন্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি।”