আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়া সফর শেষে বুলেটপ্রুফ ট্রেনে করে দেশে ফিরেছেন। কিম রাশিয়ায় এক সপ্তাহ অবস্থান করেন।এসময় দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক বাড়নোর উপর জোর দেওয়া হয়। কিম সফরকালীন রাশিয়ার মহাকাশ রকেট থেকে শুরু করে সাবমেরিন পর্যন্ত পরিদর্শন করেছেন।
উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থা (কেসিএনএ) জানিয়েছে, কিম রাশিয়া সফর শেষে দেশে ফিরে সৌহার্দ্যপূর্ণ আতিথেয়তার জন্য প্রেসিডেন্ট পুতিন ও দেশটির নেতৃত্বকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
এ সফরকালীন কিম রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন।