Home রাজনীতি ৪ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষ্যে জাসদের বিবৃতি

৪ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষ্যে জাসদের বিবৃতি

48

ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন বাংলাদেশ সংবিধান আনুষ্ঠানিকভাবে গ্রহণের ৪৯ তম বার্ষিকী উপলক্ষ্যে এক বিবৃতিতে জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ সংবিধান প্রণেতাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাসহ সারা বিশ্বে মানব জাতির সকল মহান সংগ্রামের চেতনাকে ধারণ করেই বাংলাদেশের সংবিধান প্রণিত হয়েছেল। তুলনামুলক বিচারের বাংলাদেশ সংবিধান ছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। কিন্তু দুর্ভাগ্যের বিষয় খোদ সংবিধান প্রণেতাদের হাতেই সংবিধানের মূল চেতনা, চরিত্র ও বৈশিষ্ট্যের উপর আঘাত এসেছিল। পরবর্তিতে সামরিক সামরিক শাসক জিয়া ও এরশাদ কবর থেকে দ্বিজাতি তত্ত্বের পচাগলা লাশ তুলে এনে সাম্প্রদায়িকতার বিষাক্ততা ‘বিসমিল্লাহ’, ‘রাষ্ট্রধর্ম ইসলাম’, ইনডেমনিটি অধ্যাদেশ’ ইত্যাদি সংবিধানে ঢুকিয়ে সংবিধানের আত্মাকে হত্যা করেছিল। জাসদ নেতৃদ্বয় বলেন, ১৫দশ সংশোধনী মধ্যে দিয়ে ১৯৭২ সালের মূল সংবিধানে ফিরতি যাত্রা শুরু হলেও সংবিধানে এখনও কিছু জঘণ্য গোঁজামিল আছে। সামরিক শাসকদের বুটের ছাপ আছে। তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর: সুবর্ণ জয়ন্তীতে ‘বিসমিল্লাহ’, ‘রাষ্টধর্ম’, ‘ক্ষুদ্র জাতিসত্তার স্বীকৃতি ও অধিকার’সহ অন্যান্য সকল অসঙ্গতি দূর করা এবং রাষ্ট্র-শাসন-প্রশান ব্যবস্থাকে আরও অংশগ্রহণমুলক ও জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে সংসদে উচ্চ কক্ষ গঠণসহ দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা চালু, কেন্দ্রীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও প্রশাসনের সকল পর্যায়ে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির নেতৃত্বে স্বাধীন ও কার্যকর স্থানীয় সরকার ও স্থানীয় শাসন-প্রশাসন চালু, মৌলিক মানিবাধিকারসমূহ রাষ্ট্র কর্তৃক অবশ্য প্রতিপালন ও বাস্তবায়নযোগ্য করার লক্ষ্যে সংবিধান পর্যালোচনা করার সময় এসেছে।