আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরের বাহিরে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১০০। এ ঘটনায় দেড় শতাধীক আহত হয়েছে। নিহতদের মধ্যে নারী-শিশুসহ ১৩ জন মার্কিন সৈন্যের কথা নিশ্চিত করেছে রয়টার্স।

বিভিন্ন গণমাধ্যম জানায়, বিস্ফোরণে আহত বেশ কয়েকজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিস্ফোরণে বেশ কয়েকজন মার্কিন ও বেসামরিক মানুষ আহত হয়েছেন।

জানাযায়, বৃহস্পতিবার (২৬ আগস্ট) হাজারো মানুষ আফগানিস্তানের বিমানবন্দরে থেকে দেশ ত্যাগ করার জন্য জড়ো হয়। এ সময় দুইটি বিস্ফোরণ হয় বিমানবন্দরের অ্যাবে গেটের প্রবেশপথ। যেখানে গত কয়েক দিন ধরে বিপুল সংখ্যক আফগান শরণার্থীর আনাগোনা ছিলো।

এ হামলার দ্বায়িত্ব স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।

এদিকে বিমানবন্দরে অবস্থানরত বাংলাদেশীরা নিরাপদে আছে বলে নিশ্চিত করেছে দূতাবাস।