আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাবুলে আবারও রকেট হামলার ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছে।রবিবার কাবুল বিমানবন্দরের কাছাকাছি এলাকায় বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে।
গণমাধ্যমে জানাগেছে, কর্মকর্তারা এই বিস্ফোরণকে রকেট হামলা বলে চিহ্নিত করেছেন। তবে রকেটগুলো বিমানবন্দরে সরাসরি আঘাত করেনি। এই হামলায় কতো জন মারা গেছেন তা এখনো নিশ্চিত নয়।

এদিকে রয়টার্স জানিয়েছে, রোববার (২৯ আগস্ট) কাবুলে একটি সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় বেশ কয়েকজন আইএস-কে গ্রুপের সদস্যকে লক্ষ্যবস্তু বানানো হয়।

এর আগে বাইডেন বলেন, আফগান পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রবল। মার্কিন কমান্ডাররা তাকে জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে হামলার প্রবল আশঙ্কা রয়েছে।
কাবুলের মার্কিন দূতাবাস এক সতর্ক বার্তায় জানায়, একটি সুনির্দিষ্ট ও বিশ্বাস যোগ্য হুমকির কারণে কাবুল বিমানবন্দরের আশপাশের সব মার্কিন নাগরিকের অবিলম্বে এই এলাকা ত্যাগ করা উচিত।