Home জাতীয় মোংলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ

মোংলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ

61

মোংলা থেকে মোঃ নূর আলমঃ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে মোংলা উপজেলা মৎস্য অফিস কর্তৃক নির্বাচিত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচির অংশ হিসেবে ২৯ আগস্ট রবিবার দুপুরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। রবিবার দুপুর ১টায় মাছের পোনা অবমুক্তরণ কর্মসুচিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, সহকারি মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুর রহমান প্রমূখ। ”বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণকালে অতিথিবৃন্দ বলেন উপকূলীয় মোংলা উপজেলার মৎস্য সম্পদ পরিকল্পিত উপায়ে আহরণ’র মাধ্যমে বেকারত্ব দূর করার পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণ, বৈদেশিকমূদ্রা অর্জন এবং সুনীল অর্থনীতি বিকাশে গুরুতপূর্ণ অবদান রাখা সম্ভব।