Home সারাদেশ ঝিনাইগাতীতে হাতুড়ে পশু চিকিৎসক, প্রতারিত হচ্ছে পশুর মালিক ও খামারিরা

ঝিনাইগাতীতে হাতুড়ে পশু চিকিৎসক, প্রতারিত হচ্ছে পশুর মালিক ও খামারিরা

56

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সর্বত্র হাতুড়ে পশু চিকিৎসকের দৌরাত্ম্য আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসমস্ত হাতুড়ে চিকিৎসকরা সরকারী বিধি নিষেধ না মেনে পশু চিকিৎসা করে যাচ্ছে। ভুল চিকিৎসার কারণে অনেক গরু ছাগলসহ অন্যান্য পশুর মৃত্যুও হয়েছে বলে জানা গেছে। জানা যায়, গান্ধিগাঁও গ্রামের গ্রাম্য পশু ডাক্তার গোলাম তুহিন গ্রামের সহজ-সরল মানুষের কাছে মোটা অংকের টাকা নিয়ে অসুস্থ হওয়া পশুগুলো চিকিৎসার মাধ্যমে ভালো করতে গিয়ে মেরেও ফেলেছে। যেমন ওই গ্রামের প্রদীপ কুমার জানান, তার একটি গর্ভবতী গরু তুহিনের ভুল চিকিৎসা ও নিম্ন মানের ঔষধ প্রদানের কারণে মরে যায়। ভালুকা গ্রামের সমছ উদ্দিন ও কাশেম মিয়া জানায়, তাদেরও ৩টি গরু ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়। এলাকার সহজ-সরল ভুক্তভোগী মানুষগুলো গোলাম তুহিনের এমন অপ-চিকিৎসা থেকে বাঁচতে সরকারের প্রাণী সম্পদ দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।