Home বাণিজ্য ও অর্থনীতি কাপ্তান বাজার রাত্রিকালীন মুরগি ব্যবসায়ীদের স্মারকলিপি

কাপ্তান বাজার রাত্রিকালীন মুরগি ব্যবসায়ীদের স্মারকলিপি

28

স্টাফ রিপোটার: কাপ্তান বাজার পোল্ট্রি মুরগি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ-এর উদ্যোগে অবিলম্বে দোকান খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়। আজ ২২ অক্টোবর ২০২৩ রবিবার মুরগি ব্যবসায়ীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কাজী বোরহানের সভাপতিত্বে এবং সমিতির সদস্য হযরত আলীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আনিছ মিয়াসহ ব্যবসায়ী সমিতির সদস্য হুমায়ুন কবির বাবুল, সফিউল আলম বাচ্চু, মো. করিম মিয়া, শহীদুল ইসলাম ব্যাপারী, সাদ্দাম হোসেন, মো. ইকবাল, মো. নিয়ামত উল্লাহ, মো. আব্দুল কাদের, ইমাম হোসেন ও বাদশা মিয়া প্রমুখ।
সমাবেশের শুরুতেই হযরত আলী বলেন, পৃথিবী সব দেশেই অস্থায়ী বাজার ব্যবস্থা আছে। আমরা অস্থায়ীভাবে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত দীর্ঘদিন কাপ্তান বাজারে ব্যবসা করে আসছি। কিন্তু চাঁদাবাজির দ্বন্দকে কেন্দ্র করে আজ এক মাস ধরে বাজার বন্ধ হয়ে আছে। এ অবস্থায় আর্থিক সংকটে ব্যবসায়ীরা দিশেহারা। অনতিবিলম্বে সকল প্রকার চাঁদাবাজদের বিতাড়িত করে সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের ব্যবসা করার ব্যবস্থা করে দিতে হবে।