ডেস্ক রিপোর্ট: কানাডার মনিটেবায় মহাসড়কে উইনিপেগের ১৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের কারবেরি শহরের কাছে দুই মহাসড়কের সংযোগস্থলের কাছে বৃহস্পতিবর (১৫ জুন) এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। এতে আরো ১০ জন আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশ বয়স্ক মানুষ। তারা ছোট বাসটিতে করে একটি ক্যাসিনোতে যাওয়ার সময় দুর্ঘঘটনার শিকার হন। খবর আমাদের সময়.কম

ক্যাসিনোর মুখপাত্রের বরাত দিয়ে সিবিসি নিউজ এ খবর জানায়, কানাডায় কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা। এ দুর্ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গভীর শোক প্রকাশ করেছেন।
দুর্ঘটনাস্থলের কাছে একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত নিমেশ ভাদেরা বলেন, দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের পাশে পড়ে যায় ও তাতে আগুন জ্বলতে থাকে। এসময় উদ্ধারকর্মীরা জ্বলন্ত বাস থেকে লোকদেরকে উদ্ধার করার চেষ্টা করেন।
পুলিশ জানায়, বাসটিতে ২৫ জন যাত্রী ছিলেন। আহত ১০ জনকে হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। বাস ও ট্রাক উভয়ের চালকরা বেঁচে আছেন। তবে এ দুর্ঘটনার জন্য পুলিশ তাদেরকে দায়ী বলতে অস্বীকার করেছে।