Home রাজনীতি কাঙ্গাল হরিনাথের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চারণের আলোচনা সভা

কাঙ্গাল হরিনাথের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চারণের আলোচনা সভা

25

ডেস্ক রিপোর্ট: কাঙ্গাল হরিনাথের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আজ ২৯ এপ্রিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নিখিল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় সভায় আলোচনা করেন সংগঠনের সহ-সভাপতি শাহজাহান কবির, সহ-সভাপতি কবি কামরুজ্জামান ভূঁইয়া, জসিমউদ্দিন, প্রদীপ সরকার প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক, সাহিত্যিক, বাউলশিল্পী কাঙ্গাল হরিনাথ ১৮৩৩ সালে কুষ্টিয়ার কুমার খালিতে জন্ম গ্রহণ করেন। তার হাত ধরে এই জনপদে বাংলা ভাষার প্রথম পত্রিকা প্রকাশ হয়। ১৮৬৩ সালে গ্রামবার্তা প্রকাশিকা নামে মাসিক পত্রিকা প্রকাশ করেন। ১৮৭৩ সালে তিনি ছাপাখানা ও স্থাপন করেন। তিনি গ্রামবার্তায় সাহিত্য, দর্শন ও বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ ছাড়াও কৃষকদের উপর নীলকর ও জমিদারদের শোষন অত্যাচারের কথা উঠে আসতো। তিনি লালনের ভাবশিষ্য ছিলেন। জমিদারদের নির্দেশে কাঙ্গাল হরিনাথকে ধরতে গেলে লালন তার সঙ্গী সাথীদের লাঠিয়াল বাহিনী জমিদারদের পাইক পেয়াদাদের প্রতিহত করেন। তিনি এক হাজার বাউল গান ও ৩৭ টি বই লিখেছেন। সাহিত্য চর্চায় কাঙ্গাল হরিনাথের শিষ্যদের মধ্যে অক্ষয় কুমার মৈত্রেয়, দীনেন্দ্রনাথ রায় এবং জলধর সেন পরবর্তীকালে বিশেষ খ্যাতি অর্জন করেন। তিনি ১৮৫৬ সালে কুমার খালিতে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যেটির উদ্বোধন করেন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। নেতৃবৃন্দ মনীষী কাঙ্গাল হরিনাথের জীবন থেকে শিক্ষা নিয়ে বর্তমানে দেশের শোষিত নিপীড়িত শ্রমজীবী মানুষদের অধিকার সংগ্রামে অংশ গ্রহণ করার জন্য সবার প্রতি উদাত্ত আহবান জানান।