Home সারাদেশ কলারোয়ায় চেয়ারম্যান কর্তৃক ইউপি সদস্য লাঞ্চিত।। থানায় অভিযোগ

কলারোয়ায় চেয়ারম্যান কর্তৃক ইউপি সদস্য লাঞ্চিত।। থানায় অভিযোগ

26

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় পাওনা টাকা চাওয়ায় চেয়ারম্যান কর্তক ইউপি সদস্যকে জীবন নাশের হুমকি দেয়া হয়েছে। এঘটনায় ন্যায় বিচারের দাবীতে ইউপি সদস্য বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে-উপজেলার কয়লা ইউনিয়ন পরিষদে। মঙ্গলবার সকালে হুমকি শিকার ইউপি সদস্য আবুল হোসেন জানান-তিনি কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানার কাছে ইট ও টালি বিক্রয়ের ২লাখ ৪৬হাজার ৬১৫টাকা পাবেন। টাকা চাইলে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে হয়রানী করে আসছে। গত ৯এপ্রিয় বেলা সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদের মধ্যে ওই টাকা চাইতে গেলে ইউপি চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্যর মা ও বাপ তুলে গালমন্দ করে বাশের লাঠি দিয়ে মারপিট করার হুমকি দিয়ে পরিষদ থেকে বের হয়ে যেতে বলে। ইউপি সদস্য মফিজুল ইসলাম, আব্দুল আহাদ ও রহিমা বেগম কাজল বলেন-ইউপি চেয়ারম্যান মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় শ্রীপতিপুর গ্রামের আব্দুর সবুর নামে এক অসহায় মানুষের ঘর দেয়ার নাম করে ৩বারে ৭৫ হাজার টাকা নিয়েছে। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গরবতী ভাতার কার্ড দেয়ার নামে ৫হাজার করে টাকা নিচ্ছে অসহায় মানুষদের কাছ থেকে। যে টাকা দিচ্ছে তার কার্ড হচ্ছে। টাকা না দিলে কার্ড নাই। এদিকে কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানা তার বিরুদ্ধে উঠো সব কথা অস্বীকার করে বলেন-ওই ইউপি সদস্য আবুল হোসেন ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যানের মানসম্মানহানী করতে গুজব লটিয়ে বেড়াচ্ছে।