Home সারাদেশ কলারোয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে মানববন্ধন

কলারোয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে মানববন্ধন

34

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও কলারোয়া ব্র্যাকের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুরুন নাহার আক্তারের স্বাগত বক্তব্য শেষে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন-কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু। উপজেলা মহিলা বিষয়ক
অধিদপ্তরের প্রশিক্ষক বেলাল হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-কলারোয়া ব্র্যাকের প্রতিনিধি শাহানাজ পারভীন, উপজেলা পল্লী সমাজের সভানেত্রী বিলকিস খাতুন,পল্লী সমাজের প্রতিনিধি হালিমা খাতুন, কাকুলি, সিমা, মমতাজ পারভীন সহ বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী ৫ নারী ও সূধিবৃন্দ। সভায় বক্তারা, উপমহাদেশের নারী জাগরনের অগ্রদূত মহীয়সী নারী বেগম রোকেয়ার প্রতিবাদী কর্ম ও জীবনী তুলে ধরে নতুন প্রজন্মের কাছে তার স্মৃতি এবং অবদানকে স্মরণীয় করে রাখার আহবান জানান।