Home জাতীয় ছাত্রলীগকে আগামী দিনে নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে–এমপি মহিব

ছাত্রলীগকে আগামী দিনে নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে–এমপি মহিব

29

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে বই এবং কলম তুলে দিয়েছেন। আর তিনি বলেছিলেন ছাত্রলীগ হবে আদর্শের সংগঠন। তাই তোমরা লেখাপড়া করবা। ছাত্রলীগকে আগামী দিনে নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে। তোমরাই হবে আগামী দিনের ভবিষ্যৎ। পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে পৌর শহরের উন্মুক্ত মুজিব মঞ্চে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি এ কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাঙ্গালী জাতির অধিকার ফিরিয়ে আনার জন্য ১৯৪৮ সালে ৪ জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। এর পরে বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে, সেই ৬২ শিক্ষা আন্দোল, ৬৬ ছয়দফা আন্দোলন, ৬৯ গন আন্দোলন, ৭০ নির্বাচন এবং ৭১ স্বাধীনতা সংগ্রামে ছাত্রলীগ ঐতিহ্যবাহী ভূমিকা পালন করেছে।তাই বাংলদেশের ইতিহাস ছাত্রলীগ জড়িত।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.নাজমুল হকের সভাপতিত্বে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ সভাপতি ড.অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, পৌর আওয়ামীলীগ সভাপতি মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, যুগ্ন সম্পাদক অধ্যক্ষ মো.মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবুল, এ্যাড. সাইদুর রহমান সাইদ। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা পৌর কাউন্সিলর মো. মাহাবুব আলম, কাউন্সিলর মো. হুমায়ুন কবির, সাবেক ছাত্রলীগ নেতা মো.মনিরুল ইসলাম মিলন, সৌরভ শিকদার, সরকারি এমবি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মো.আসাদুজ্জামন হিরন, সাধারন সম্পাদক হাসানুজ্জামান অমি, পৌর ছাত্রলীগ সভাপতি মো.আসাদুজ্জামান শুভ, সাধারন সম্পাদক জুয়েল রানা প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মো. ফয়জুল ইসলাম আসিক তালুকদার।
এর আগে সাকালে দলীয় কার্যলয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্পণ শেষে পৌর শহরে একটি বর্নাঢ্য র‌্যালী করা হয়েছে। আলোচনা শেষে তিনটি কেক কাটা হয়। এতে উপজেলা, পৌর ও কলেজসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।