Home সারাদেশ কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের মানববন্ধন,সমাবেশ

কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের মানববন্ধন,সমাবেশ

30

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এক রাখাইন পরিবারের জমি দখল, বসতবাড়ী আগুনে পুড়িয়ে দেয়া সহ নির্যাতন, নিপীড়নের ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় পৌর শহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে বাংলাদেশ আদিবাসি ইউনিয়ন নাগরিক উদ্যোগ কলাপাড়া এর আয়োজনে করে। প্রায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচিতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের ভূক্তভোগী রাখাইন পরিবারের সদস্যরা ও বিভিন্ন পাড়ার রাখাইন নেতৃবৃন্দসহ শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগ কলাপাড়া উপজেলার আহবায়ক কমরেড নাসির তালুকদার, রাখাইন সমাজ কল্যান সমিতির সাবেক সভাপতি লুফ্রু মাষ্টার, মানিকমালা খেলাঘর আসরের সভাপতি মিসেস মনোয়ারা বেগম, কৃষক সমিতি পটুয়াখালী জেলা শাখার সহ-সাধারন সম্পাদক সুভাষ নাগ, অবসরপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম, অধ্যাপক মোস্তাফিজুর রহমান মিলন, অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন, ভুক্তভুগী মায়া রাখাইন, ফেনালই রাখাইন, তাহমিন রাখাইন প্রমূখ। সভা পরিচালনা করেন, শিক্ষক আতাজুল ইসলাম।
বক্তারা বলেন উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী রাখাইন পাড়ার রাখাইনদের নামে মিথ্যা প্রত্যাহারের দাবী জানান।