Home জাতীয় সাংবদিক আবদুর রহমান খান মারা গেছেন।

সাংবদিক আবদুর রহমান খান মারা গেছেন।

33

ডেস্ক রিপোর্ট: সিনিয়র সাংবদিক আবদুর রহমান খান মারা গেছেন। গত রাত ২:৩০ মিনিটে লিভারের জটির রোগে আক্রান্ত হয়ে ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। আবদুর রহমান তিন সন্তানের জনক। তার স্ত্রী লুৎফর নাহার কয়েক বছর আগে মারা গেছেন।
আবদুর রহমান খানের জন্ম বরিশালের বানারীপাড়ার চৌয়ারীপাড়ায় ১৯৫২ সালের ৩০ নভেম্বর। সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রিধারী আবদুর রহমান খান ১৯৮৩ সালে বাংলাদেশ টাইমস দিয়ে সাংবাদিকতা শুরু করেন।
সাংবাদিক আব্দুর রহমান খান বাংলাদেশ টাইমস, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট, বৈশাখী টিভিসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে কৃতিত্বের সঙ্গে কাজ করেছেন। সর্বশেষ তিনি রেডিও তেহরানের ঢাকা ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
আব্দুর রহমান জাতীয় প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ।
বিএনপি আব্দুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোক সন্তুপ্ত পরিবারবর্গ, এলাকাবাসী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুগবার্তা ডট কমের সম্পাদক সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম সুজন।