Home শোক ও স্মরণ কলাপাড়ায় পাট গবেষণা উপ-কেন্দ্র সামনেই শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কলাপাড়ায় পাট গবেষণা উপ-কেন্দ্র সামনেই শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

27

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পাট গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্রের সামনেই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শ্রমিকরা। স্থানীয় শ্রমিকদের বাদ দিয়ে বহিরাগত শ্রমিক নিয়োগ দিয়ে কাজ করানোর প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০ টার দিকে তার এ বিক্ষোভ করেছে। প্রায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচীতে অর্ধশতাধিক শ্রমিকসহ স্থানীয় মানুষ অংশগ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন, লিটন হাওলাদার, রুহুল আমিন হাওলাদার, মো.কুদ্দুস সিকদার প্রমুখ। বক্তারা উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারায় অবস্থিত পাট গবেষনা ইনিষ্টিটিউটে জমি দিয়ে সহায়তা করেছে এলাকাবাসী। তাই স্থানীয় শ্রমিকদের কাজ করার সুযোগ দেয়ার পাশাপাশি বহিরাগতদের নিয়োগ বাতিলের দাবি জানান তারা।
পাঠ গবেষণা ইনস্টিটিউট পাখিমারা উপ-কেন্দ্রের চলতি দায়িত্বে থাকা উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা তপন কুমার বলেন, এখানে অনিয়মিত দুই জন এবং নিয়মিত ১১ জন শ্রমিক কাজ করছে। বর্তমানে নতুন দুই জন শ্রমিক উর্ধতন কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছেন, এ বিষয় তার কিছুই করার নেই। নিয়োগ প্রক্রিয়ায় তার কোন হস্তক্ষেপের সুযোগ নেই বলে তিনি সাংবাদিকদের জানান।