ডেস্ক রিপোর্ট: হার্ভাডের ফেয়ারব্যাংক সেন্টার ফর চাইনিজ স্টাডিজ বিভাগের চীনা বিশেষজ্ঞ রস টেরিল বিশ্বাস করে, চীনের এই কমিউনিস্ট সরকার বহির্বিশ্বে তার সুনাম রক্ষার জন্য কঠোর এ শাস্তির সিদ্ধান্ত নিয়েছে। চীন এ সিদ্ধান্তের মাধ্যমে বার্তা পাঠাতে চায়, পুরো বিশ্বে মহামারি ছড়িয়ে পড়ার পেছনে তাদের কোনো হাত নেই।

বিশ্ব স্বাস্থ্যসংস্থার প্রধান ডক্টর টেডরস আদহানোম গেব্রিয়েসুস বলেন, আমরা বিশ্বাস করি এ তদন্ত আরো খোলাখুলি ও সুষ্ঠুভাবে করা উচিত। করোনা ভাইরাস থেকে পরবর্তী সময়ে মানব জাতিকে রক্ষা করতে আমাদের অবশ্যই এর উৎসটি জানতে হবে।

রস টেরিল দ্য সান পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জানান,উহানের ল্যাব থেকে করোনা ছড়িয়ে পড়ায় মূল অপরাধীকে শাস্তি দেবে চীন। বিশ্ববাসী এ কর্মকান্ডে সন্তুষ্ট হবে না। কিন্তু চীন আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দায়মুক্ত হবে।-আমাদের সময়.কম