Home শিক্ষা ও ক্যাম্পাস বুয়েট ইনজিনিয়ারিং ইউনিভারসিটি স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বুয়েট ইনজিনিয়ারিং ইউনিভারসিটি স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

29

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি সোমবার বিকেলে বিদ্যালয়ের মাঠে তিনদিন ব্যাপী এই উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। এছাড়া ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান সভাপতিত্বে গভর্নিং বডির অন্য সদস্যগণ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যÿ শ্যামল কুমার রায়, সহকারী প্রধান শিÿক মো. আবুবকর সিদ্দিক অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন। পরে মাননীয় উপাচার্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার সকালে বিদ্যালয়ের মাঠে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। একই দিন বেলা ১১ টায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক ও ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। এ সময়ে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার রায়, সহকারী প্রধান শিক্ষক মো. আবুবকর সিদ্দিক, শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন।