Home জাতীয় কুষ্টিয়ায় পূর্বের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড

কুষ্টিয়ায় পূর্বের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড

35

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় করোনা রোগী সনাক্তের সকল রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়ে ২৪ ঘন্টায় সনাক্ত হয়েছে ৯৮ জন। একই সাথে ২৪ ঘন্টায় ৩ জন করোনা রোগী মৃত্যু বরণ করেছে।
জেলা প্রশাসকের তথ্যতমে ২৩৯ জনের করোনা পরীক্ষা করে ৪২.০৬% করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৮১৭ জন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭০ জন, হোম আইসলেশনে আছে ৭৪৭ জন।
হাসপাতাল সূত্রে জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওর্য়াডে সিট খালি নেই।
এদিকে সীমান্তবর্তী জেলা হওয়ায় কুষ্টিয়া জেলাকে ২য় বারের মত বিশেষ লকডাউনের আওতায় আনার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি।
এদিকে, পৌরসভা এলাকায় চলমান সাতদিনের কঠোর বিধিনিষেধের চলছে।
সরেজমিনে দেখা গেছে, জেলার মানুষ ও যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে। কিন্তু কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। দোকানপাট, শপিংমল বন্ধ থাকলেও পৌর এলাকার বিভিন্ন কাঁচাবাজারে ভিড়ের মধ্যেও মানুষ মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করছে না।
শহরে ঢোকার প্রবেশ মুখে সড়কে বাঁশ বেঁধে মানুষের চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
করোনা থেকে মুক্তিপেতে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারে সকলের সহযোগীতা কামনা করেন জেলা প্রশাসক।