ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার সৈন্যা কমানোর দাবি মিথ্যা। গত কয়েক দিনে সেখানে আরো ৭ হাজার সৈন্য বাড়িয়েছে রাশিয়া। সিএনএন

কর্মকর্তা আরো বলেন, রাশিয়া ইউক্রেনে হামলা করার জন্য যেকোনো মুর্হূতে মিথ্যা অজুহাত দেখাতে পারে। আমরা জানি না এই মিথ্যা অজুহাত কি রূপ নিবে? তবে বিশ্ব প্রস্তুত।

মস্কো জানায়, সামরিক মহড়া শেষ হওয়ার পর তারা ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নিচ্ছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজে এক বক্তৃতায় বলেন, রাশিয়া ইউক্রেন সীমান্তে দেড় লাখ সেনা মোতায়েন করেছেন। তবে সেখান থেকে তাদের সৈন্য সড়িয়ে নেওয়াই ভালো। অবশ্য কূটনৈতিক সহযোগিতার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন সংকট সফলভাবে নিরসনে প্রস্তুত যুক্তরাষ্ট্র।-আমাদের সময়.কম