Home রাজনীতি কমরেড ফরহাদের স্মরণ সভা অনুষ্ঠিত

কমরেড ফরহাদের স্মরণ সভা অনুষ্ঠিত

49

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মাদ ফরহাদের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিপিবি বাড্ডা শাখার উদ্যোগে “আশির দশকে কমরেড ফরহাদের রাজনীতি : বর্তমান বাস্তবতা ও শিক্ষা” এক আলোচনা সভা আজ বিকেলে অনুষ্ঠিত হযেছে। ড.গোলাম মহিউদ্দিন স্মৃতি পাঠাগারে বাড্ডা শাখা সিপিবির নেতা কমরেড হাসাম হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক ড. এম এম আকাশ। বাড্ডা সিপিবির সম্পাদক কমরেড শান্তনু কুমার দাসের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজ আদনান রিয়াদ, বাড্ডা সিপিবির নেতা কমরেড নসরু কামাল খান প্রমুখ।
মুল আলোচনায় কমরেড আকাশ বলেন, কমরেড ফরহাদ ছিলেন, অতুলনীয় সাংগঠনিক দক্ষতা, চমৎকার বিশ্লেষণী ক্ষমতার অধিকারী। তিনি একই সাথে ছিলেন অসমাধারণ ধৈর্য্যশীল, নিখুঁত পরিকল্পনাকারী এবং অসম্ভব পরিশ্রমী। কর্মীদের প্রতি নিদারুন সহানুভূতি ও ভালোবাসা ছিলো তাঁর।প্রতিটি কাজের খুটিনাটি লক্ষ্য রাখতেন তিনি। তিনি গান-গল্প-সাহিত্য ভালেবাসতেন। কমরেড ফরহাদ ছাত্র ইউনিয়ন সংগঠিত করতে অসাধারণ ভুমিকা রেখেছেন। কমরেড ফরহাদ আকন্ঠ বিপ্লব পিয়াসী মানুষ ছিলেন। ৮০-র দশকের রাজনৈতিক সংগ্রামের মূল সংগঠক এবং নেতা হিসেবে জাতীয় রাজনীতির অন্যতম ছিলেন কমরেড ফরহাদ। তাঁর গোটা জীবন ছিলো একজন বিপ্লবী হিসেবে নিজেকে প্রতি মুহুর্তে গড়ে তোলার অসাধারণ প্রচেষ্টার উজ্জ্বল দৃষ্টান্ত।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশে উদীচী শিল্পী গোষ্ঠী কমরেড ফরহাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মিলিত সঙ্গীত পরিবেশন করে।
আজকের স্মরণ সভায় কমরেড ফরহাদ স্মারক পুস্তিকা ও প্রকাশিত হয়।