Home সারাদেশ পরীক্ষায় নকল করায় রাজশাহী বোর্ডের ৬ শিক্ষার্থী বহিষ্কার

পরীক্ষায় নকল করায় রাজশাহী বোর্ডের ৬ শিক্ষার্থী বহিষ্কার

44

মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: চলমান এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে রাজশাহী শিক্ষা বোর্ডের ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩ মে) ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো সিরাজগঞ্জের মাজেদা আদিল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মো. আব্দুল আজিজ, বগুড়ার সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মো. কবির সরকার কনক, নওগাঁর গোপালপুর চকগৌরী উচ্চ বিদ্যালয়ের মো. হাসান আলী ও সাকিব হোসেন এবং বিলবয়রা গয়েশীয়া উচ্চ বিদ্যালয়ের মো. ফরিদ হোসেন ও মো.মেহেদী হাসান।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিন জেলার ছয় শিক্ষার্থী পরীক্ষায় নকল করছিল। তারা ছোট ছোট কাগজ নিয়ে পরীক্ষাকেন্দ্রে যায়। নকল করার দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে।

এদিকে, এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে রাজশাহী শিক্ষা বোর্ডে ১ হাজার ৭৯৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম।