Home রাজনীতি কমরেড আ ফ ম মাহবুবুল হকের ৭৫তম জন্ম বার্ষিকী আজ

কমরেড আ ফ ম মাহবুবুল হকের ৭৫তম জন্ম বার্ষিকী আজ

39

ডেস্ক রিপোর্ট: আজ ২৫ ডিসেম্বর বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর আহ্বায়ক, বীর মুক্তিযোদ্বা, আজন্ম বিপ্লবী কমরেড আ ফ ম মাহবুবুল হক-এর ৭৫তম জন্মবার্ষিকী। ১৯৪৭ সালের এই দিনে তিনি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মাদপুর গ্রামে এক নিম্নমধ্যবিত্ত পরিবারের জন্মগ্রহন করেন। বাবা ফজলুল হক এবং মা মরিয়মুন্নেছার সাত সন্তানের মধ্যে একমাত্র পুত্র মাহবুব।

বাংলাদেশের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সংগ্রামী রাজনীতির প্রবাদপুরুষ জননেতা কমরেড আ ফ ম মাহবুবুল হক। ১৯৬৪ সালে চট্টগ্রাম মুসলিম হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ স্থান এবং ১৯৬৬ সালে চট্টগ্রাম কলজে থকেে উচ্চ-মাধ্যমকি পরীক্ষায় ১১ তম স্থান অধকিার করনে। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স পাস করনে। আ ফ ফ মাহবুবুল হক ১৯৬২ সালে স্কুল জীবনে শরীফ কমিশনের গণবিরোধী শিক্ষানীতি বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে প্রথম পুলিশী নিযার্তনের শিকার হন। ১৯৬৮ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ এর কেন্দ্রীয় সংসদের সদস্য হন। ১৯৬৯-৭০ সালে কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক নির্বাচিত হন। তিনি ছিলেন সিরাজুল আলম খানের নেতৃত্বাধীন স্বাধীন বাংলা নিউক্লয়িাস-এর অন্যতম সদস্য। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বি এল এফ-এর রাজনৈতিক এবং গেরিলা যুদ্ধের অন্যতম প্রশক্ষিণ ও পরিচালক। ১৯৭২ সালের বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৭৩-৭৮ পর্যন্ত সভাপতি হিসেবে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়ে ছাত্র ও যুব সমাজের কিংবদন্তী নেতায় পরিণত হন। ১৯৭৮ সালে জাসদ কেন্দ্রীয় কমিটি এবং ১৯৮০ সালের শেষের দিকে বাসদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ১৯৮৩ সাল থেকে তিনি বাসদ-এর আহ্বায়ক এর দায়িত্ব পালন করেন। ১৯৬৮ সালে প্রথম কারাবরণ করেন। ১৯৭৫ সালের ৮ নভেম্বর সেনা সদস্যদের গুলিতে মারাত্মক আহত হয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে আসেন। ১৯৭৬ থেকে ৭৮ সাল পর্যন্ত রাজবন্দি হিসেবে জেলে কাটান। ১৯৮৬ সালে আবার কারাবরণ করেন। এছাড়াও ১৯৯৫ সালে ঋণখেলাপী কালোটাকার মালিকদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মিথ্যা মামলার শিকার হন। ২০০৪ সালে গুপ্তঘাতকের হামলায় আহত হয়ে ক্রমান্বয়ে স্মৃতি-বিস্মৃতির আলো-আঁধারে ধুঁকে ধুঁকে নিঃশেষ হয়ে যান এই আজম্ম বিপ্লবী। ব্রেইন হেমোরেজ এবং একাধিক Seizure অ্যাটাকে ২০১৭ সালের ১০ নভেম্বর সকাল সাড়ে ১০টায় অটোয়ার সিভিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করনে।
কমরেড আ ফ ম মাহবুবুল হক আজীবন স্বপ্ন দেখেছে বাংলাদেশ একটি শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ হবে।