Home সারাদেশ জীবিত মানুষকে মৃত দেখিয়ে ব্যাংক থেকে আড়াই কোটি টাকা উত্তোলন

জীবিত মানুষকে মৃত দেখিয়ে ব্যাংক থেকে আড়াই কোটি টাকা উত্তোলন

30

ডেস্ক রিপোর্ট: জীবিত মানুষকে মৃত দেখিয়ে একটি ব্যাংক থেকে আড়াই কোটি টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। এর পেছনে সংশ্লিষ্ট ব্যাংকের ম্যানেজার জড়িত। গতকাল সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সিঅ্যান্ডএফ ব্যবসায়ী আল আজাদ মাসুম। প্রিমিয়ার ব্যাংক আশুলিয়া শাখায় তার একাউন্ট থেকে আড়াই কোটি টাকা উত্তোলন করা হয়েছে, যেখানে তাকে মৃত ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে।
লিখিত বক্তব্যে আল আজাদ মাসুম বলেন, তিনি পেশায় একজন সিঅওান্ডএফ ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানের নাম এসএম ইন্টারন্যাশনাল। ঐ প্রতিষ্ঠানের নামে প্রিমিয়ার ব্যাংক আশুলিয়া শাখায় একটি অ্যাকাউন্ড রয়েছে। গত জুন মাসের দিকে তিনি ব্যাংক থেকে হিসাব বিবরণী তুলতে গিয়ে দেখেন, তার অ্যাকাউন্ট থেকে সমুদয় টাকা তুলে নিয়েছে। ম্যানেজারের কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরে চলতি বছরের ১ জানুয়ারি অ্যাকাউন্টের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর একটি দরখাস্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে ৪ জানুয়ারি প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে তাকে ও ব্যাংক ম্যানেজারকে ডেকে নেওয়া হয়। পরে ১৯ জানুয়ারি ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জানানো হয়, তার দ্বিতীয় স্ত্রী ও আশুলিয়া শাখার ম্যানেজার মৃত সার্টিফিকেট তৈরি করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছেন। এ ঘটনার পর ব্যাংক ম্যানেজারের একটি চক্র তাঁকে মোবাইল ফোনে হুমকি দিয়ে যাচ্ছে। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তার আড়াই কোটি টাকা ফেরত দেওয়ার দাবি করেন।
ইত্তেফাক