Home শোক ও স্মরণ কমরেড আহাদ মিনারের পিতা বিশিষ্ট সমাজসেবক হাজী আবদুল কাদির আর নেই

কমরেড আহাদ মিনারের পিতা বিশিষ্ট সমাজসেবক হাজী আবদুল কাদির আর নেই

35

বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার: বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড আব্দুল আহাদ মিনারের পিতা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা দরদী, সকলের প্রিয় মুখ, পতনউষার উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সাবেক সহসভাপতি এবং শ্রীরামপুর নিবাসী হাজী আবদুল কাদির সাহেব আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি বুধবার (২৪ জানুয়ারি ২০২৪) বিকাল সাড়ে ৪টায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জের শ্রীরামপুরস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। ৮ সন্তান সহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ২০২৪) দুপুর আড়াইটায় কমলগঞ্জের নয়াবাজার শ্রীরামপুর স্কুল সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা অনুষ্ঠানের প্রাক্কালে উপস্থিত জনগণের উদ্দেশ্যে মরহুমের সম্পর্কে ভার্চুয়ালী বক্তব্য দেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ এমপি।