Home সারাদেশ নেকমরদ আলিমুদ্দিন বিদ্যালয়ের বন্ধ ও পরিত্যক্ত হোস্টেলটি চালুর জন্য নোটিশ

নেকমরদ আলিমুদ্দিন বিদ্যালয়ের বন্ধ ও পরিত্যক্ত হোস্টেলটি চালুর জন্য নোটিশ

31

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসটি দীর্ঘ ১৩ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পরে রয়েছে। দূরদূরান্তের এলাকাসহ বিভিন্ন উপজেলা থেকে এ সরকারি উচ্চ বিদ্যালয়ে গরিব মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করেন। ছাত্রাবাসটি পরিত্যক্ত ও বন্ধ হওয়ায় অনেক গরিব মেধাবী-শিক্ষার্থীদের জন্য ভাড়া বাড়িতে ও মেসে থাকা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিন আগে পরিত্যক্ত হোস্টেল নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন গণমাধ্যম নিউজ প্রকাশিত হয়। পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোঃ মেহেদী হাসান (শুভ) নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের জরাজীর্ণ ও পরিত্যক্ত ছাত্র হোস্টেল টি সংস্থার ও মেরামত সহ আধুনিক ভাবে তৈরী করত পুনরায় চালুর জন্য বিগত ২০/০৭/২০২৩ ইং তারিখে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে রিপ্রেজেন্টেশন প্রেরণ করেন। কিন্তু, ছাত্র হোস্টেলের কাজ শুরু না করায় অ্যাডভোকেট মোঃ মেহেদী হাসান (শুভ) এর পক্ষে অ্যাডভোকেট হুমায়ুন কবির সরকার ২৭/০৭/২০২৩ ইং তারিখে জাস্টিস ডিমান্ড নোটিশ প্রেরণ করেন।

অ্যাডভোকেট মোঃ মেহেদী হাসান (শুভ) ও সহযোগী অ্যাডভোকেট এরশাদ উল্লাহ জানান যে,জরাজীর্ণ ও পরিত্যক্ত ছাত্র হোস্টেলটি চালুর জন্য রিপ্রেজেন্টেশন ও জাস্টিস ডিমান্ড নোটিশ প্রেরণ করা হয়েছে। হোস্টেলটি মেরামত ও সংস্কার সহ চালুর জন্য কাজ দ্রুত শুরু করা না হলে বাংলাদেশ সুপ্রিম কোর্টে ছাত্র হোস্টেলটি চালুর জন্য রীট পিটিশন দায়ের করে শুনানি করা হবে।