Home সাহিত্য ও বিনোদন কণ্ঠশিল্পী দিপার লোকগান ‘মায়া’ মুক্তি পাচ্ছে আগামীকাল

কণ্ঠশিল্পী দিপার লোকগান ‘মায়া’ মুক্তি পাচ্ছে আগামীকাল

176

জাকির হোসেন আজাদী: আগামী কাল (৩০ আগস্ট ) মঙ্গলবার রিলিজ হতে যাচ্ছে নতুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী আয়েশা জেবীন দিপার মৌলিক গান ‘মায়া।’ সেই বিষয়ে শিল্পীর সঙ্গে কথা হয়। তখন তিনি এই গান বিষয় ও তাঁর সঙ্গীত জীবনের নানা বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, ” ছোটবেলা থেকেই বাংলা লোকগানকে হৃদয়ে ধারণ করে সংগীত জগতে আমার পথচলা। আমি গানপ্রিয় শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হয়ে লোকগানকে জীবনের সাধনার স্থান হিসেবে বেছে নিয়েছি। তার ধারাবাহিকতায় এবার লোকগানের শ্রোতাদের জন্য ‘মায়া’ শিরোনামের গানটি করলাম। এই গানটি নিয়ে আমি খুবই আশাবাদী। “

তিনি আরও বলেন, “তরুণ প্রজন্মের গীতিকার ও লোকগবেষক জাকির শাহ-র কথা ও সুরে এবং নোভেল আহমদের মিউজিক কম্পোজিশনে ‘মায়া’ গানটি ২৮ আগস্ট রিলিজ হবে গ্লোবাল প্লাস
ইউটিউব চ্যানেল থেকে। গানটির প্রযোজনা করেছেন গ্লোবাল প্লাস ইউটিউব চ্যানেলের কর্ণধার জাবের আহমেদ।”

তিনি আরও বলেন, ” সর্ব শেষে গান করলাম “মায়া”।
জীবনে অসংখ্য গান করেছি আমি। ১০টি মৌলিক গান করেছি। ছোট বেলায় নাচ শিখেছি। নাচ থেকেই আমার গান এ আসা। গাজীপুর জেলা শিল্পকলা একাডেমিতে হাতেখড়ি। “

তিনি বলেন, ” তারপর খ্রিতীশ মল্লিক স্যার এবং সঞ্জীব দা’র কাছে গান শিখেছি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত গান গেয়ে যেতে চাই। নিজেকে প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে দেখতে চাই। আমার দর্শক শ্রোতাদের বলবো- আমাকে এভাবেই আপনারা ভালবাসুন, আমার গান শুনুন, সব সময় আপনাদের দোয়ায় রাখুন”