Home জাতীয় শ্রমিক স্বার্থ বিরোধী পরিসেবা বিল বাতিলের দাবী

শ্রমিক স্বার্থ বিরোধী পরিসেবা বিল বাতিলের দাবী

36

ডেস্ক রিপোর্ট: দ্রব্য মূল্যের ঊর্ধ্বোগতীতে গার্মেন্টস শ্রমিকদের ন্যুনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা, রেশনিং ব্যবস্থা চালু, শ্রমিকদের গণতান্ত্রিক আন্দোলনে রাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ, মজুরি ঘোষণার পূর্ব পর্যন্ত ৬০% মহার্ঘ ভাতা প্রদান, শ্রমিক স্বার্থ বিরোধী পরিসেবা বিল বাতিলের দাবীতে ঐক্যবদ্ধ মত দিয়েছেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন ও গার্মেন্টস শ্রমিক টিইউসির নেতৃবৃন্দ। ২২ মে সোমবার এক যৌথ বৈঠকে নেতৃবৃন্দ এইসব দাবী তোলেন। হাতিরপুলে অবস্থিত গার্মেন্টস শ্রমিক সংহতির অফিসে বিকেল ৪ টায় শ্রমিক নেত্রী তাসলিমা আক্তার লিমার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক টিইউসির সভাপতি এড মন্টু ঘোষ, গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের এড মাহবুবুর রহমান ইসমাইল, শামীম ইমাম, প্রকাশ দত্ত, রাজু আহমেদ, সাইফুল ইসলাম, বাবুল হোসেন, আবুসাঈদ প্রমুখ।
বৈঠকে নেতৃবৃন্দ গার্মেন্টস শ্রমিকদের জন্য ২৫ হাজার টাকা মজুরি ঘোষণা, শ্রমিক ছাঁটাই, রেশনিং ব্যবস্থা চালু, শ্রমিক স্বার্থ বিরোধী পরিসেবা বিল বাতিলের জোর দাবী জানান। সেইসঙ্গে ২৫ হাজার টাকা মজুরি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য অপরাপর সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি জোর দাবী জানান
বর্তমান বাজার দরের সাথে সংগতি রেখে শ্রমিকের মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবীতে আগামীকাল ২৪ মে ’২৩ বুধবার সকাল ১১ টায় মজুরী বোর্ড এর সামনে বিক্ষোভ সমাবেশ ও বোর্ড সদস্যদের স্মারক লিপি পেশ করা হবে।