Home রাজনীতি ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক রক্ষায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টর বিক্ষোভ সমাবেশ

ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক রক্ষায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টর বিক্ষোভ সমাবেশ

35

স্টাফ রিপোটার: ১৮৫৭ সালের ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতি বিজড়িত বাহাদুর শাহ পার্ক ইজারা দেয়ার প্রতিবাদে আজ ১৩ অক্টোবর সকাল ৭ টায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা মহানগর কমিটি। মহানগর কমিটির সহ-সভাপতি জয়নাল আবদীন-এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম টিটুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ব্রি. জেনা. (অব.) এম জাহাঙ্গীর হোসাইন, সাধারণ সম্পাদক, এনডিএফ’র কেন্দ্রীয় কমিটি, এডভোকেট মনসুর হাবীব, সাবেক এডিশনাল এটর্নী জেনারেল, শ্যামল ভৌমিক, সভাপতি, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, শাহ আলম ভুঁইয়া, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, সভাপতি, প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস্ এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন, আখতারুজ্জামান খান, সাধারণ সম্পাদক, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা মহানগর কমিটি, এডভোকেট ইলিয়াস হোসেন, সদস্য, বাহাদুর শাহ পার্ক সংরক্ষণ পরিষদ, ছানাউল্লাহ হক, সভাপতি, বাহাদুর শাহ পার্ক প্রাতঃভ্রমণকারী সংঘ, আনোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক, বাহাদুর শাহ পার্ক প্রাতঃভ্রমণকারী সমিতি, মকবুলুর রহমান, সদস্য, বাহাদুর শাহ পার্ক প্রাতঃভ্রমণকারী সংঘ, বিশিষ্ট লেখক ও কলামিষ্ট আবু ডানিয়েল।