Home খেলা এমবাপে পাওয়ারের প্রতিনিধি। মেসি প্রজ্ঞার।

এমবাপে পাওয়ারের প্রতিনিধি। মেসি প্রজ্ঞার।

33

শান্তনু দে: ফলাফল যাই হোক,
পরের মেসি আর মেসির মতো হবেন না।
বরং মেসির তুলনায় অনেক বেশি হবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো। এমবাপে তার প্রমাণ। ঠিক যেমন এরলিং হালান্ড তার প্রমাণ। আগামী দশবছর তাদের লড়াই দেখার জন্য আমরা বেঁচে থাকব।
এমবাপে শুধু একজন দুরন্ত অ্যাথলেটিক নন। সঙ্গে মারাত্মক গতি, আর সেই গতির মধ্যেই অসাধারণ সমন্বয়, বলের ওপর অনিন্দ্যসুন্দর নিয়ন্ত্রণ। সিজার মেনোত্তি বলতেন, এমন একজন খেলোয়াড়কে খুঁজে বের করতে হবে সে কতটা সর্বোচ্চ গতি পর্যন্ত সঠিক। এমবাপে ঘণ্টায় ৩৫ কিলোমিটার বেগেও নির্ভুল। এখানেই এমবাপে অনন্য।
আর মেসি, ক্রোয়েশিয়া ম্যাচে দশ সেকেন্ডের একটা ঝলক। ক্যানভাসে পিকাসোর তুলির আঁচড়। মনে করিয়ে দিয়েছে ইংল্যান্ডের সঙ্গে মারাদোনাকে। যদিও মারাদোনার সেটা ছিল প্রাইম টাইম। আর মেসি দেখালেন যখন তাঁর বয়স ৩৫, ক্যারিয়ারের শেষে এসে।
এই ফাইনালে ভবিষ্যতের সঙ্গে থাকবে একটা অতীত।
পাওয়ার আর প্রজ্ঞার লড়াই।
এমবাপে পাওয়ারের প্রতিনিধি। মেসি প্রজ্ঞার।
থাকবে ফুটবল। থাকবে খেলোয়াড় সুলভ স্পিরিট!

-লেখক: একজন কলামিস্ট ও সাংবাদিক।