Home জাতীয় এবি ব্যাংকের ১৬ কর্মকর্তাসহ মোট ১৭জনের বিরুদ্ধে দুদকের মামলা

এবি ব্যাংকের ১৬ কর্মকর্তাসহ মোট ১৭জনের বিরুদ্ধে দুদকের মামলা

36

ডেস্ক রিপোর্ট: ২০১৪ হতে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন কালে অসৎ উদ্দেশ্যে একে অন্যের সহায়তায় জাল জালিয়াতি ও প্রতারণার আশ্রয়ে ক্ষমতার অপব্যবহার পূর্বক ৬ টি জাল ওয়ার্ক অর্ডারের বিপরীতে ১৬৬েকাটি ১৮ লাখ টাকা এবং ৭ টি অবৈধ ব্যাংক গ্যারান্টির প্রদানের মাধ্যমে ছিয়াত্তর কোটি আঠারাে লক্ষ টাকা ঋণ প্রদান করে আত্মসাত করে দন্ডবিধি’র ৪৬৭/৪৬৮/৪৭১/০৯/১০৯ ও দুর্নীতি প্রতিরােধ আইন ১৯৪৭ সালের ৫(২) ধারায় শাস্তিযােগ্য অপরাধ করেছেন বিধায় এবি ব্যাংকের ১৬ কর্মকর্তাসহ মোট ১৭জনের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছে।

মামলার অভিযুক্ত আসামী্গণ হলেন এরশাদ ব্রাদার্স কর্পোরেশনের প্রােপাইটর মােঃ এরশাদ আলী,এবি ব্যাংকের সাবেক ইভিপি ও শাখা ম্যানেজার এ. বি. এম আব্দুস সাত্তার , সাবেক- এভিপি ও রিলেশনশিপ ম্যানিজার মােঃ আব্দুর রহিম , এসভিপি ও সাবেক রিলেশনশিপ ম্যানেজার, মােঃ আনিসুর রহমান, মােঃ শহিদুল ইসলাম,এভিপি, মােঃ রুহুল আমিন, ইভিপি এবং হেড অব সিআরএম ওয়াসিকা আফরােজী, এবি ব্যাংকের সাবেক ভিপি মুফতি মুস্তাফিজুর রহমান এবং সাবেক হেড অব সিআরএম সালমা আক্তার , এভিপি ওসিআরএম সদস্য মােহাম্মদ এমারত হােসেন ফকির, সাবেক প্রিন্সিপাল অফিসার মােঃ তৌহিদুল ইসলাম, এস.ভি.পি ও সিআরএম এর সদস্যশামীম-এ-মােরশেদ , ভিপি ও সিআরএম র সদস্য খন্দকার রাশেদ আনােয়ার, এভিপি ও সিআর এম র সদস্য সিরাজুল ইসলাম, এক্স-ভিপি ও ক্রেডিট কমিটির সদস্য মােহাম্মদ মাহফুজ-উল-ইসলাম , সাবেক ডিএমডি ও এমডিমসিউর রহমান চৌধুরী, সাবেক-এমডি শামীম আহমেদ চৌধুরী।