Home জাতীয় এপোলো ইস্পাতের চাকরিচ্যুত শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে শ্রম প্রতিমন্ত্রীকে স্মারকলিপি পেশ

এপোলো ইস্পাতের চাকরিচ্যুত শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে শ্রম প্রতিমন্ত্রীকে স্মারকলিপি পেশ

41

বিশেষ প্রতিনিধি: আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এপোলো ইস্পাত কমপ্লেক্স লি. এর চাকরিচ্যুত শতাধিক শ্রমিক তাদের আইনগত পাওনা আদায়ে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে শ্রম প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে।
বিক্ষোভ সমাবেশে শ্রমিকনেতা আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ কাজী রুহুল আমিন, টিইউসি নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সদস্য এমএ শাহীন, টিইউসি ঢাকা মহানগর কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক মেহেদী হাসান নোবেল, কারখানার শ্রমিক ভানু বেগম ও বাহার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বারবার পাওনা পরিশোধের ঘোষণা দিয়েও মালিক শ্রমিকদের আইনগত পাওনা পরিশোধ করছে না। বছরের পর বছর চাকরি করে শ্রমিকরা আজ পরিবার-পরিজন নিয়ে অসহায় অবস্থায় দিন যাপন করছে। একজন শ্রমিক ইতিমধ্যে মৃত্যুবরণও করেছেন। অবিলম্বে পাওনা পরিশোধ না করলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।
উল্লেখ্য, রানী মার্কা ঢেউটিন উৎপাদনকারী এপোলো ইস্পাত কমপ্লেক্স লি. গত বছরের ২১ জুলাই নোটিশ দিয়ে বন্ধ ঘোষণা করে। নোটিশে শ্রমিকদের আইনগত পাওনাদি পরিশোধের কথা বলা হলেও বারবার তারিখ দিয়েও পাওনা পরিশোধ করা হয়নি। শ্রমিকরা কল-কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে আবেদন করেও কোনো প্রতিকার পাননি। আইনগত পাওনাদি না পেয়ে ঐ কারখানার শতাধিক শ্রমিক মানবেতর জীবন কাটাচ্ছে।