Home রাজনীতি একুশের অনুষ্ঠানে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাম জোট

একুশের অনুষ্ঠানে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাম জোট

19

ডেস্ক রিপোর্ট: বাম গণতান্ত্রিক জোটের এক সভায় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে একুশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় হামলা, হয়রানি ও বাঁধাদানের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। জোটের ভারপ্রাপ্ত সমন্বয়ক বাসদ এর সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিপিবির সভাপতি কমরেড শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী)’ র সমন্বয়ক কমরেড মাসুদ রানা, গণতান্ত্রিক বিপপ্লী পার্টির কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম সবুজ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ বলেন, এই ঘটনা সরকারের ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। এই সরকার অতীতের সমস্ত আন্দোলনের চেতনাকে ধ্বংস করে দুর্নীতিকে বাধাহীন ও দুঃশাসনকে স্থায়ী করছে। ফলে হামলা ও আক্রমণ তাদের প্রধান অবলম্বন। একুশের চেতনায় এই দুঃশাসন ও ফ্যাসিবাদকে প্রতিহত করতে হবে।