Home রাজনীতি এই বাজেট শোষণ লুণ্ঠন ও দুর্নীতিগ্রস্থ ব্যবস্থা টিকিয়ে রাখার দলিল : বাম...

এই বাজেট শোষণ লুণ্ঠন ও দুর্নীতিগ্রস্থ ব্যবস্থা টিকিয়ে রাখার দলিল : বাম ঐক্য ফ্রন্ট

48

ডেস্ক রিপোর্ট: করোনাকালে প্রস্তাবিত এই বাজেট শোষণ লুণ্ঠন ও দুর্নীতিগ্রস্থ ব্যবস্থা টিকিয়ে রাখার দলিল বলে উল্লেখ্য করেছেন বাম ঐক্য ফ্রন্টের নেতৃবন্দ।
বাম ঐক্য ফ্রন্টের সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক কমরেড নাসির উদ্দীন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর আহ্বায়ক সন্তোষ গুপ্ত, বাংলাদেশের সমাতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক সরোওয়ার মুর্শেদ এবং কমিউনিস্ট ইউনিয়ন এর আহ্বায়ক ইমাম গাজ্জালী বলেন- করোনা মহামারিকালের প্রস্তাবিত এই বাজেট শোষণমূলক, লুণ্ঠনমূলক ও দুর্নীতিগ্রস্থ ব্যবস্থা টিকিয়ে রাখার দলিল। এই বাজেট শিক্ষা বান্ধব নয়, বরং দুর্বৃত্ত ব্যবসায়ীদের খুশি করার বাজেট। শ্রমিক, কৃষক, স্বল্প আয়ের মানুষসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা এই বাজেটে উপেক্ষিত। শ্রমিকদের পক্ষে কোনো কথা নাই। সর্বোপরি এটা গরীব মারার বাজেট।