Home শিক্ষা ও ক্যাম্পাস ঢাবি শিক্ষকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত

ঢাবি শিক্ষকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত

38

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং (CoETL) ০৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য “Research Methodology & Project Proposals” শীর্ষক একটি ভার্চুয়াল কর্মশালার আয়োজন করে।
সেন্টারের পরিচালক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় “Research Methodology & Project Proposal” বিষয়ে বিশ^বিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ডোনাল্ড জেমস গমেজ এবং “How to write a Scientific Project Proposal” বিষয়ে বিশ^বিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ বক্তব্য প্রদান করেন। কর্মশালা সঞ্চালন করেন সেন্টারের অতিরিক্ত পরিচালক ড. এ.টি.এম সামছুদোহা।
উল্লেখ্য, সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং উচ্চশিক্ষায় সফলতা অর্জনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ধারাবাহিক কর্মশালার আয়োজন করে আসছে।