Home স্বাস্থ্য বরিশালে বিশ্ব হিমোফিলিয়া দিবসে র‌্যালী ও সভা অনুষ্ঠিত

বরিশালে বিশ্ব হিমোফিলিয়া দিবসে র‌্যালী ও সভা অনুষ্ঠিত

44

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:‘রক্তক্ষরণ বন্ধে সবার জন্য সুযোগ হোক বিশ্বব্যাপি সুচিকিৎসার মানদন্ড’ শ্লোগানকে সামনে রেখে বরিশালে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়েছে। সোমাবর (১৭ এপ্রিল) হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ বরিশাল বিভাগের উদ্যোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে

বেলা ১১ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মনিরুজ্জামান শাহিন’র নেতৃত্ব বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হাসপাতাল এলাকা প্রদক্ষিণ শেষে কলেজ কনফারেন্স রুমে এসে শেষ হয়।

বেলা ১২টায় হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ বরিশাল বিভাগের পক্ষে রনজিতা কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, শের-ই-মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ উত্তম কুমার সাহা, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাঃ ইমরুল কায়েস, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ জিএম নজিমুল আহসান, সিনিয়র স্টোর অফিসার ডাঃ নূরুন্নবী তুহিন, হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান ডাঃ আসিক দত্ত প্রমুখ।

সভায় বক্তারা বলেন, হিমোফিলিয়া এক ধরনের অতিরিক্ত রক্তক্ষরণ জনিত জন্মগত সমস্যা যা সাধারণত পুরুষদের হয়ে থাকে এবং মহিলাদের মাধ্যমে বংশানুক্রমে বিস্তার ঘটে। বরিশালে ১৪০ জন রোগী আছে নিবন্ধিত। অনিবন্ধিত রোগীর সংখ্যা কয়েক গুন বেশী। এসব রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।