Home রাজনীতি অবরোধে দক্ষিণ বিএনপি ও অংগসংগঠনের বিক্ষোভ মিছিল,পুলিশের হামলা,গ্রেফতার।

অবরোধে দক্ষিণ বিএনপি ও অংগসংগঠনের বিক্ষোভ মিছিল,পুলিশের হামলা,গ্রেফতার।

32

স্টাফ রিপোটার: আজ্ঞাবহ সিইসি কতৃক একতরফা ভাবে নির্বাচনী তফসিল ঘোষণা এবং,গণতন্ত্র পুনরুদ্ধার,মহাসমাবেশে হামলা ,নেতাকর্মীদের হতাহত করা,মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্হায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপি সহ বিরোধীদল গুলোর ডাকা সপ্তম দফার অবরোধ কর্মসূচীর আজ দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে খন্ড খন্ড মিছিল করেছে।
মহানগর দক্ষিণের খিলগাঁও, সবূজবাগ, শ্যামপুর-কদমতলী, রমনা, ডেমরা-যাত্রাবাড়ী, শাহবাগ, ওয়ারী-গেন্ডারিয়া-সূত্রাপুর-বংশাল-কোতয়ালী(জোন-৬),লালবাগ থানাসহ সকল থানায় অবরোধের সমর্থনে এসব মিছিল বের করলে বিভিন্ন স্হানে আওয়ামীলীগ ও পুলিশ হামলা চালায়।হামলায় বিএনপি ও অংগসংগঠনের বেশ কয়েকজন আহত এবং ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার হয়।

শ্যামপুর-কদমতলী:
থানা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা নগরীর দোলাই পাড় সড়কে অবরোধের সমর্থনে মিছিল বের করে।

রমনা:
থানা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা নগরীরর ইস্কাটন এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করলে পুলিশ সামনে এবং পিছন থেকে হামলা চালিয়ে রমনা থানা বিএনপি নেতা সাইফুর বিশ্বাসসহ ৩/৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করে।পুলিশী হামলায় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোতালেব রুবেল সহ কয়েকজন নেতাকর্মী আহত হয়।

সবূজবাগ থানা:
বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বাসাবো এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে।

যাত্রাবাড়ী-ডেমরাথানা:
ডেমরা থানা বিএনপি এবং অংগসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে এবং বিভিন্ন স্হানে পিকেটিং করে। এছাড়াও যাত্রাবাড়ী এলাকায় আগের রাতে মশাল মিছিল বের করে।

ওয়ারী-গেন্ডারিয়া-সূত্রাপুর-বংশাল-কোতয়ালী:
থানার বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা গোপীবাগ সাদেক হোসেন খোকা সড়কে অবরোধের সমর্থনে মিছিল বের করে।

খিলগাঁও:
থানা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা জোড় পূকুর এলাকা থেকে অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে।

শাহবাগ:
থানা বিএনপির নেতাকর্মীরা নগরীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে মিছিল করে।

হাজারীবাগ:
থানার ১৪ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করে।

তাঁতী দল:
রাজধানীর কমলাপূর এলাকা থেকে অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে।

যূবদল:
নেতা-কর্মীরা রাজধানীর লালবাগ এলাকায় অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে।

জাতীয়তাবাদী ছাত্রদল:
ঢাকা মহানগ নেতাকর্মীরা অবরোধের সমর্থনে রাজধানীতে মিছিল বের করে।

স্বেচ্ছাসেবক দল:
দক্ষিণের নেতৃবৃন্দ নগরীর কয়েকটি জোনে অবরোধের সমর্থনে মিছিল করে।

শ্রমিক দলের:
দক্ষিণের নেতৃবৃন্দ অবরোধের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করেছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ অবরোধ সফল করায় নেতাকর্মীদের কর্মী এবং সর্বস্তরের ঢাকা বাস্কেটবল অভিনন্দন জানান।তারা শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবী করেন।