Home জাতীয় উজিরপুরে ১১ হাজার ভোল্টের তারে স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

উজিরপুরে ১১ হাজার ভোল্টের তারে স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

39

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু। শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে ছুটে এলেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত মোতালেব হাওলাদারের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দিন(৩৫) ৬ জুলাই সকাল সাড়ে ১০টায় জয়শ্রী বন্দর কর্মস্থলের ছাদ ঢালাইয়ের কাজের তদারকি করতে গিয়ে ১১ হাজার ভোল্ট পল্লি বিদ্যুতের তারে শক লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে উপজেলা সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার আশিকুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে ফোনটি রিসিভ করেননি। ব্যবসায়ী নিজাম উদ্দিনের অকাল মৃত্যুতে এলাকা জুড়ে শোকের মাতম বইছে ও পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। উপজেলা চেয়ারম্যান নিহত মৃত ব্যক্তির রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারকে গভীর সমবেদনা জানান। স্থানীয়রা জানিয়েছেন, জয়শ্রী বন্দরে কর্মস্থল ভবনের ছাদে গিয়ে বৈদ্যুতিক তারে শক লেগে তার মৃত্যু হয়। আসরবাদ নিহত’র জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশগ্রন করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস,এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুফ হোসেন হাওলাদার, সরোয়ার হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।