Home রাজনীতি ব্যর্থ সরকারকে বিদায় দেওয়া ছাড়া আর কোনো পথ নেই

ব্যর্থ সরকারকে বিদায় দেওয়া ছাড়া আর কোনো পথ নেই

32

ডেস্ক রিপোর্ট:দেশব্যাপী ছড়িয়ে পড়া কোভিড পরিস্থিতির বিষয়ে গভীর উদ্যোগ প্রকাশ করে বাম ঐক্য ফ্রন্ট। নেতৃবৃন্দ বলেন, সরকার শ্রমজীবীদের অনহারে রাখার কঠোর লকডাউন দিয়েছে। তারা এটা জানে না যে, একদিন কাজ না করলে অনাহরে থাকতে হয় দিনমজুরদের। দুর্নীতিতে নিমজ্জিত সকল খাতের মত স্বাস্থ্যখাতে হরিলুট চালিয়ে যাচ্ছে। পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ নাই, আইসিইউ বেডের সংকট। হসপিটালে বেড খালি নাই। মানুষ বেঘোরে মরছে। কোভিড পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ। এই সরকারকে বিদায় দেওয়া ছাড়া কোভিড পরিস্থিতি মোকাবেলার আর কোনো পথ খালি নাই।

গত ৫ জুলাই সোমবার বাম ঐক্য ফ্রন্টের এক অন লাইন বৈঠকে নেতারা এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন বাম ঐক্য ফ্রন্টের সমন্বয়ক, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দীন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের আহ্বায়ক সন্তোষ গুপ্ত, কমিউনিস্ট ইউনিয়নের আহ্বায়ক ইমাম গাজ্জালী, গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় নেতা রাজা মিয়া, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় নেতা মহিন উদ্দিন চৌধুরী লিটন।