Home সাহিত্য ও বিনোদন ভাবনগর সাধুসঙ্গের ১০বছরপূর্তি অনুষ্ঠিত

ভাবনগর সাধুসঙ্গের ১০বছরপূর্তি অনুষ্ঠিত

79

ডেস্ক রিপোর্ট: আজ ১০ মে বুধবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়ে গেল ভাবনগর সাধুসঙ্গের ১০বছরপূর্তি ও ৪৫১তম আসর। বিকাল ৫টা থেকে অনুষ্ঠিত ভাবনগর সাধুসঙ্গের ৪৫১তম আসরে প্রাচীন বাংলার চর্যাপদের গান পরিবেশন করেন বরিশাল থেকে আগত শাহ আলম দেওয়ান, পাবনা থেকে আগত ফকির আবুল হাশেম, শরীয়তপুর থেকে আগত ইউসুফ মিয়া, নেত্রকোনা থেকে আগত চাঁন খাঁ বাউল, ফরিদপুর থেকে আগত আরিফ বাউল, মানিকগঞ্জ থেকে বাউল অন্তর সরকার এবং অন্যান্য অঞ্চল থেকে আগত শিলা মল্লিক, সাধিকা সৃজনী তানিয়া, জাকির চিশতি, সিদ্দিক বাউল প্রমুখ।
ভাবনগর সাধুসঙ্গের ৪৫১তম আসরে উপস্থিত ছিলেন বাংলাদেশের খ্যাতিমান কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবীগণ। এদের মধ্যে ছিলেন আলোকচিত্রের কবি বাংলা একাডেমির ফেলো নাসির আলী মামুন, নাট্যকার-নাট্যনির্দেশক ও বাংলা একাডেমির ফেলো মাসুম রেজা, সংগীতশিল্পী ও সংগীত শিক্ষক তপন মজুমদার, সাংবাদিক রুমি নোমান, কবি সরকার আমিন, কবি শোয়াইব জিবরান, কথাসাহিত্যিক-অনুবাদক ও ফোকলোরতাত্ত্বিক নূরুননবী শান্ত, কবি শাহেদ কায়েস, অধ্যাপক ড. সাইম রানা, চলচ্চিত্রকার সন্দীপ বিশ্বাস, সিলেটী নাগরীলিপি বিশারদ গবেষক মোস্তাফা সেলিম প্রমুখ। এছাড়া, ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত চলচ্চিত্র নির্মাতা অনির্বাণ দত্ত আজকের সাধুসঙ্গে অংশগ্রহণ করেন।