Home জাতীয় উজিরপুরে সরকারি স্কুলের মাঠ দখল করে ফার্নিচারের ব্যবসা

উজিরপুরে সরকারি স্কুলের মাঠ দখল করে ফার্নিচারের ব্যবসা

30

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে স্কুলের খেলার মাঠ দখল করে একমাস ধরে ফার্নিচারের ব্যবসা চালাচ্ছে এক অসাধু ব্যবসায়ী। উপজেলার দঃ ওটরা আহম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে ফার্নিচারের ব্যবসা চালাচ্ছে পাশ্ববর্তী বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের অসাধু ব্যবসায়ী অলিউল হোসেন। এ ব্যপারে ওই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী জাকির হাওলাদার ও ফারুক হোসেন বলেন আমরা মালিকের হুকুমে এক মাস ধরে কাজ করছি। অভিযুক্ত অলিউল বলেন ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য শামসুদ্দিন এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম লিটুর অনুমতি নিয়ে স্কুল মাঠে ফার্নিচারের ব্যবসা করছি। প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান বিষয়টি আমার জানা নেই বলে এড়িয়ে যান। জাহিদুল ইসলাম লিটু জানান স্কুল বন্ধ থাকায় আমি তাকে ব্যবসা করা জন্য সুযোগ করে দিয়েছি। তবে বতর্মানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় ৩/৪ দিনের মধ্েয তাকে অন্যত্র চলে যেতে বলেছি। ম্যানেজিং কমিটির সভাপতি এম.এ মালেক জানান বিষয়টি জানতে পেরে দ্রুত ফার্নিচারের দোকান সড়িয়ে নেয়ার জন্য বলা হয়েছে। তিনি আরো বলেন প্রধান শিক্ষকের এ বিষয়ে পদক্ষেপ নেয়া উচিৎ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাসলিমা বেগম জানান বিষয়টি তদন্ত করে দেখা হবে। এদিকে প্রধান শিক্ষকের দায়ীত্ব অবহেলার কারনে সরকারি আইনকে উপেক্ষা করে স্কুলের খেলার মাঠ দখল করে অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফার্নিচারের ব্যবসা চালাচ্ছে বলে ক্ষুব্ধ এলাকাবাসী ।