ডেস্ক রিপোর্ট: ইসরায়েলে রেকর্ড সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বেঞ্জামিন নেতানিয়াহু’র দীর্ঘ সময়ের রাজত্ব শেষ হতে চলেছে।
বুধবার (২ জুন) ১২ বছর ক্ষমতায় থাকার পর নেতানিয়াহুকে হটাতে সরকার গঠনে সম্মত বিরোধী ৮ দল, নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহন করতে যাচ্ছেন ইয়ামিনা পার্টির প্রধান নাফতালি বেনেত। তবে দেশটির সরকার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে সংসদীয় ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় বসতে হবে।
১২০ আসনের নেসেটে সরকার গঠন করতে অন্তত ৬১ আসনের দরকার হয়। কিন্তু গত নির্বাচনেও এককভাবে সেই সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল। ফলে এবারো জোট সরকারের দিকেই ঝুঁকতে হচ্ছে ইসরায়েলিদের।
বিবৃতিতে প্রেসিডেন্টকে চুক্তির বিষয়টি নিশ্চিত করে প্রধান বিরোধীদলের নেতা ইয়ার লাপিদ বলেন, ‌‘সরকার গঠনে যারা ভোট দেবেন এবং যারা দেবেন না, আমি কথা দিচ্ছি এই সরকার ইসরায়েলের প্রতিটি নাগরিকের জন্য কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘এই সরকার তার বিরোধীদের সম্মান করবে এবং ইসরায়েলের সমাজের প্রতিটি অংশকে ঐক্যবদ্ধ করতে সম্ভাব্য সবকিছু করবে।-আমাদের সময়.কম