Home জাতীয় আজ মহান বিজয় দিবস

আজ মহান বিজয় দিবস

20

ডেস্ক রিপোর্ট: আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে পাকিস্তানি শাসকের হাত থেকে দেশ মুক্ত হয়। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে আর একটি স্বাধীন দেশের আবির্ভাব ঘটে।
১৯৭১ সালে ২৫ মার্চ গণহত্যা শুরু করলে ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। ১৭ এপ্রিল মুজিব নগর সরকার গঠিত হয়। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্যে দিয়ে চূড়ান্ত বিজয় হয়।
আজ জাতীয় পর্যায় প্রত্যুষে ৩২ বার তোপধ্বনি মাধ্যমে দিবটির সূচনা হবে।
সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মন্ত্রী পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করবেন।