Home রাজনীতি আজীবন বিপ্লবী কমরেড হামিদুল হকের মৃত্যু

আজীবন বিপ্লবী কমরেড হামিদুল হকের মৃত্যু

27

ডেস্ক রিপোর্ট: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সভাপতি আজীবন বিপ্লবী কমরেড হামিদুল হক মারা গেছেন। ২ জুলাই রাত ৯.৫টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
হামিদুর হক দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ভোগছিলেন, একই সাথে কিডনি জটিলতায় ডায়ালাইসিস করে আসছিলেন।
কমরেড হামিদুল হকের মৃত্যুতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ সংবাদপত্রে দেয়া এক বিবৃতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিত তিনি তাঁর শোক সন্তপ্ত পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও দলের নেতা কর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
অনুরূপ বিভিন্ন রাজনৈতিক সংগঠন শোক প্রকাশ করেছেন।